রাজধানীর যাত্রাবাড়ী থানায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ আগস্ট) একদল দুর্বৃত্ত পুলিশে আগুন দেয়।
এখনও ধোঁয়া বের হচ্ছে। মঙ্গলবার থানায় ধ্বংসযজ্ঞ দেখতে সেখানে ভিড় জমান শত শত মানুষ। এছাড়া মঙ্গলবার সকালে যাত্রাবাড়ী থানার বাইরে চারজনের লাশ পাওয়া যায়।নিহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য রয়েছেন। অপর একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল দুপুরের পর বিক্ষোভকারীরা যাত্রাবাড়ী থানায় হামলা চালিয়ে ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা থানার ভেতরে ঢুকে পুলিশ সদস্যদের মারধর করেন। এতে কয়েকজন পুলিশ সদস্য হতাহত হন। আজ সকালে থানার সামনে এই পরিস্থিতি দেখা যায়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পর সহিংসতা ছড়িয়ে পড়ে সারা দেশে।
এস এম/
Discussion about this post