সুদানের রাজধানী খার্তুমের আশপাশের এলাকায় গোলাবর্ষণে অন্তত ১২০ জন নিহত হয়েছেন। দেশটির স্বেচ্ছাসেবী উদ্ধারকারীরা বলেছেন, সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর দেশজুড়ে সংঘাত বৃদ্ধির মধ্যে সোমবার গোলাবর্ষণে প্রাণহানির এই ঘটনা ঘটেছে।
যুদ্ধ বিধ্বস্ত সুদানের স্বেচ্ছাসেবী উদ্ধারকারীদের সংস্থা ওম্বাদা ইমার্জেন্সি রেসপন্স রুম বলেছে, রাজধানীর খার্তুমের পার্শ্ববর্তী নীল নদের লাগোয়া পশ্চিম ওমদুরমান শহরে সোমবার বিক্ষিপ্তভাবে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ১২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে হামলার পেছনে কারা ছিল তা নির্দিষ্ট করে জানাতে পারেনি সংস্থাটি।
উদ্ধারকারীরা বলেছেন, গোলাবর্ষণের কারণে স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন মাত্রার আঘাতে ভুগছেন এমন বিপুলসংখ্যক আহত লোকজনকে চিকিৎসা দিতে গিয়ে ব্যাপক বেগ পোহাচ্ছেন। এছাড়া খার্তুমের ওই এলাকায় ওষুধসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে।
প্রসঙ্গত, সুদানের নিয়ন্ত্রণের জন্য দেশটির সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর জেনারেলদের মাঝে ২০২৩ সালের এপ্রিল থেকে লড়াই চলছে। ওমদুরমানের বেশিরভাগ এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) খার্তুম উত্তর ও রাজধানীর অন্যান্য কিছু এলাকার দখল নিয়েছে।
সূত্রঃ আরব নিউজ
এ ইউ/
Discussion about this post