গৃহযুদ্ধ কবলিত সুদানের একটি বাজারে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) সশস্ত্র হামলায় অর্ধশতাধিক নিহত ও কমপক্ষে ১৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
কিন্তু আরএসএফ পাল্টা বিবৃতিতে দিয়ে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের ওই বাজারকে লক্ষ্যস্থল করার কথা অস্বীকার করেছে। বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার জন্য তারা তাদের প্রতিপক্ষ সেনাবাহিনীকে দায় দিয়েছে।
প্রাচীনতম নীল নদের তীরে রাজধানী খার্তুমের অপর পাশেই ওমদুরমান শহর। একে খার্তুমের ‘যমজ শহর’ও বলা হয়।
সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানিয়েছে, সুদানের সেনাবাহিনী ও আরএসএফ, উভয়েই ২০২৩ সালের এপ্রিলে দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে আঘাত হেনে আসছে। দুই বাহিনীর একত্রীকরণকে কেন্দ্র করে তাদের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। আফ্রিকার এই দেশটিতে প্রায় দুই বছর ধরে চলা এই যুদ্ধে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। দেশটির জনসংখ্যার প্রায় অর্ধেক অর্ধাহারে,অনাহারে দিন কাটাচ্ছেন।
এস এইচ/
Discussion about this post