উত্তর আফ্রিকার দেশ সুদানের সেনাবাহিনীর বিমান হামলায় শতাধিক মানুষকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ মার্চ) পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলের একটি বাজারে ওই হামলায় বড় হতাহতের অভিযোগ তুলেছে দেশটির যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা দ্য ইমারজেন্সি লইয়ার্স। খবর বিবিসির
সেনাবাহিনীর প্রতিদ্বন্দ্বী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) সোশ্যাল মিডিয়ায় হামলার একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যায়, দেশটির সেনাবাহিনীর হামলায় মার্কেটের বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামলায় নিহত লোকজনের মরদেহ বিকৃত হয়ে গেছে। মার্কেটের ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।
তবে সেনাবাহিনীর একজন সামরিক মুখপাত্র বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করে বলেছেন, শুধুমাত্র শত্রুপক্ষের অবস্থান লক্ষ্য বৈধ হামলাটি চালানো হয়েছে।
২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া সুদানের গৃহযুদ্ধে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর উভয় পক্ষের হামলা ও হতাহতের তথ্য পর্যালোচনা করে আসছে সংস্থাটি। সুদানে চলমান সহিংসতা ও যুদ্ধের কারণে প্রায় ১০ লাখের বেশি বেসামরিক নাগরিক বাস্তুচ্যুত হয়েছে।
এর আগে, গত জানুয়ারিতে সুদানের একটি সবজির বাজারে গোলাবর্ষণ ও বিমান হামলার ঘটনায় ৫৬ জনের মৃত্যু হয়। হামলার জন্য সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করা হয়েছে। এ হামলায় আরও ১৫৮ জন গুরুতর আহত হয়। সেগুলোও সুদানে মানবিক সংকটের গভীরতা আরও বাড়িয়েছে।
এ ইউ/
Discussion about this post