পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় জাতিসংঘের একটি হেলিকপ্টার আটক করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব।স্থানীয় সময় বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। ওই সময় হেলিকপ্টারে আট আরোহী ও ক্রুসহ ৯ জন ছিলেন।
আল জাজিরা, রয়টার্স ও বিবিসিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ মিশনের হেলিকপ্টারটি মধ্য সোমালিয়ায় আল-শাবাব নিয়ন্ত্রণাধীন এলাকায় জরুরি অবতরণ করেছিল। এরপর সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা হেলিকপ্টারটি দখল নিয়ে যাত্রীদেরও আটক করে।
সোমালিয়ার সামরিক কর্মকর্তা মেজর হাসান আলী বলেছেন, মধ্য সোমালিয়ার বেলেডওয়েইন শহর থেকে উড্ডয়নের পরপরই বিমানটি ত্রুটির সম্মুখীন হয় এবং গালগাদুদ অঞ্চলের সীমান্তবর্তী হিন্দেরে গ্রামের কাছে জরুরি অবতরণ করে।
তিনি জানান, বেশ কয়েকজন বিদেশি ও দুজন স্থানীয় ব্যক্তি হেলিকপ্টারটিতে ছিলেন। এতে চিকিৎসা সামগ্রীও ছিল। এ হেলিকপ্টারে করে গালগাদুদ অঞ্চল থেকে আহত সেনাদের নিয়ে যাওয়ার কথা ছিল।
সোমালিয়ায় জাতিসংঘের মিশন (আনসম) দেশটিতে ‘জাতিসংঘের চুক্তিবদ্ধ হেলিকপ্টার জড়িত একটি ঘটনার’ কথা নিশ্চিত করেছে। সংস্থাটি বলেছে, কী ঘটেছে সে সম্পর্কে তারা তথ্য সংগ্রহ করছে এবং এ ঘটনায় প্রতিক্রিয়া জানানোর প্রচেষ্টা চলছে।
তবে আল শাবাবের হাতে আটক ব্যক্তিদের পরিচয় বা তাদের জাতীয়তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
উল্লেখ্য, আল-শাবাব দক্ষিণ ও মধ্য সোমালিয়ার বড় অংশ নিয়ন্ত্রণ করে থাকে। দলটি আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত এবং প্রায় ২০ বছর ধরে দেশের পশ্চিমাপন্থী সরকার হঠাতে ‘নৃশংস’ বিদ্রোহ চালিয়ে আসছে।
এ জেড কে/
Discussion about this post