এ বছরও চাঁদপুরের ৫০টি গ্রাম সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছে। রোববার (১৬ জুন) সকালে পবিত্র ঈদুল আজহার জামাত আদায়ের মাধ্যমে তারা এই উদযাপন সম্পন্ন করেন।
এদিন সকাল ৮টা ৪০ মিনিটে হাজীগঞ্জে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সাদ্রা দরবার শরীফের পীরজাদা আরিফ চৌধুরী সাদ্রাভী নামাজ ও দোয়া পরিচালনা করেন।
ঈদের দ্বিতীয় জামাত পরিচালনা করেন আবু ইয়াহিয়া জাকারিয়া মাদানী।জেলার হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফ, উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, কচুয়া ও শাহরাস্তিসহ আরও বেশ কয়েকটি উপজেলার প্রায় অর্ধশত গ্রামের বাসিন্দারা এই ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করেন।
হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের পীরজাদা আবু ইয়াহিয়া মো. জাকারিয়া আল মাদানি বলেন, মরহুম মাওলানা ইসহাক ১৯২৮ সাল থেকে সৌদির সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন। সেই থেকে বিভিন্ন দরবার শরীফের পীরের অনুসারী এবং সচেতন মুসল্লিরা এই প্রথা অনুসরণ করছেন।
এস এম
Discussion about this post