গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তার স্মরণে নির্মিত হয়েছিল ভাস্কর্য। যার নাম দেওয়া হয়েছিল “দীপ্ত শপথ”। সেটি গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এর ওপর সাঁটানো হয়েছ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার।
কখন বা কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। গুলশান থানায় এ বিষয়ে যোগাযোগ করা হলে দায়িত্বশীল কেউ বক্তব্য দিতেও চাননি। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে
প্রতিবেদনে বলা হয়, সরেজমিনে দেখা গেছে- ভাস্কর্য “দীপ্ত শপথ” ভাঙচুরের অংশ বিশেষ পড়ে আছে। সেখানে হিযবুত তাহরীরের একটি পোস্টারও দেখা গেছে।
২০১৬ সালের ১ জুলাই গুলশানের কূটনৈতিক এলাকায় অবস্থিত হোলি আর্টিজান রেস্তোরাঁয় আগ্নেয়াস্ত্র, চাপাতি ও গ্রেনেড নিয়ে ৫ জঙ্গি ঢুকে পড়ে এবং সেখানে যারা ছিলেন, তাদের জিম্মি করে। পরবর্তীতে জঙ্গিরা ৩ বাংলাদেশি, ৭ জাপানি, ৯ ইতালীয় ও ১ ভারতীয় নাগরিককে হত্যা করে।
সেনাবাহিনীর কমান্ডোদের উদ্ধার অভিযানে জঙ্গিরা নিহত হয়। ১২ ঘণ্টার সংঘর্ষে ২ পুলিশ কর্মকর্তা ও ক্যাফের ১ শেফও নিহত হন। পরে রেস্তোরাঁর ১ আহত কর্মীও মারা যান।
২০১৮ সালে নিহত পুলিশ কর্মকর্তাদের স্মরণে পুরাতন গুলশান থানার সামনে ‘দীপ্ত শপথ’ নামে একটি ভাস্কর্য উদ্বোধন করেন তৎকালীন ঢাকা মহানগর পুলিশ কমিশনার।
এ ইউ/
Discussion about this post