ফজরের নামাজের সময় একটি মসজিদে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এতে বহু মুসল্লি নিহত হয়েছেন। পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে এ ঘটনা ঘটে।
এর আগে দেশটির একটি ক্যাথলিক গির্জায় হামলা চালিয়ে ১৫ জনকে মেরে ফেলা হয়। এই একই দিনে মসজিদেও হামলার ঘটনা ঘটল। বুরকিনা ফাসোর কর্তৃপক্ষ জানিয়েছে, ফজরের নামাজের সময় বন্দুকধারীরা আফ্রিকার এই দেশটির নাতিয়াবোয়ানি শহরের ওই মসজিদটি ঘিরে ফেলে।
বুরকিনা ফাসোর এক তৃতীয়াংশেরও বেশি এলাকা বর্তমানে ইসলামপন্থি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীরা ইসলামপন্থি যোদ্ধা বলে সন্দেহ করা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুনকিনা ফাসোর নাতিয়াবোয়ানি শহরটি দেশটির অশান্ত পূর্বাঞ্চলে অবস্থিত এবং এই অঞ্চলে একাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে।
সোমবার একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, ‘রোববার ভোর ৫টার দিকে সশস্ত্র ব্যক্তিরা নাতিয়াবোনির একটি মসজিদে হামলা চালায়, যার ফলে কয়েক ডজন লোক নিহত হন।’ একজন স্থানীয় বাসিন্দা টেলিফোনে বলেছেন, ‘নিহতরা সবাই মুসলমান, তাদের বেশিরভাগই পুরুষ, তারা ভোরে নামাজের জন্য মসজিদে এসেছিলেন।’
এ এস/
Discussion about this post