ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। ঢাকা অ্যাটাক সিনেমাতে নিজের লুক দিয়ে করেন প্রথম বাজিমাত। এরপর শ্যাম বেনেগালের মুজিব: একটি জাতির রুপকার চলচ্চিত্রে অনবদ্য অভিনয় দিয়ে তিনি চেনান নিজের জাত। পর্দার গ্ল্যামার ছাড়াও ব্যাক্তিজীবনের বিনয় দিয়েও তিনি বহুবার এসেছেন আলোচনায়।
মোটা দাগে কোনো স্ক্যান্ডাল নেই তার। নেই কাজ তো খই ভাজ নয় তার জীবন। বরাবরই মিডিয়াপড়ার আলোচনা থেকে আড়ালে রাখেন তার ব্যাক্তিজীবন। শত শত গণমাধ্যমও ঢুকতে পারে নি তাঁর অন্দরমহলে।
এত চেষ্টায়ও আর আড়ালে থাকলো না ব্যাক্তিজীবন। ভাঙছে তার ঘর। নিজেই ফেসবুক পোস্ট বয়ে দিলেন সেই খবর। সম্প্রতি স্ত্রী অর্পিতার সঙ্গে সাড়ে ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি আরিফিন শুভর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ফ্যাশন ডিজাইনার অর্পিতা।গত ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে তার। গত বুধবার রাত ৯টা ২৫ মিনিটে নিজের পোস্টে বিচ্ছেদের কথা ভক্তদের জানান শুভ।
দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের খবর জানানোর জন্য দ্বিধা ও সংকোচ বোধ করেছেন উল্লেখ করে আরিফিন শুভ বলেন, তবু বিষয়টা জানানোর সময় এসেছে। তিনি আর অর্পিতা হয়তো বন্ধু হিসাবেই ঠিক আছেন জীবনসঙ্গী হিসেবে নয়। গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মত করে বাঁচবেন।
ঢালিউড ও টালিউড পাড়ায় জনপ্রিয় এই নায়ক আরও লিখেন, অনেক চড়াই-উৎরাই এর পরও অর্পিতা তার এবং তার মায়ের জন্য যা করেছেন, সেটার জন্য তিনি তাঁর প্রাক্তন স্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। তাঁর মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে বলে জানান তিনি। কিন্তু তিনি বিশ্বাস করেন ভক্তদের দোয়া ও ভালবাসা তার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারবেন।দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থীসহ যারা প্রাণ হারিয়েছেন তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
তবে কেন এ বিচ্ছেদ তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দু’জনই। শেষ পর্যন্ত প্রাক্তন স্ত্রীর প্রতি পারস্পরিক সম্মান রেখে শালীন মন্তব্য করায় নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন এ ঢালিউড সুপারস্টার।
এস আর/
Discussion about this post