পশ্চিম আফ্রিকার দেশ মালির অনেক অঞ্চল প্রায় তিন মাস ধরে বন্যকবলিত। বেড়েছে চলেছে নিহতের সংখ্যা। ভয়াবহ বন্যার কারণে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির সরকার শুক্রবার (২৩ আগস্ট) এই ঘোষণা দিয়েছে।
দেশব্যাপী প্রায় ৭,০৭৭টি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৪৭,৩৭৪ জন বাস্তুচ্যুত বা ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রিসভার বিশেষ বৈঠকের পর সরকার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ভয়াবহ এই বন্যায় ইতিমধ্যে ৩০ জনের মৃত্যু হয়েছে। অনেক এলাকায় ভূমিধস, বজ্রপাত ও প্রবল বাতাস অব্যাহত রয়েছে।
রাজধানী বামাকোতে, প্রায় ৫৬৩ পরিবার এবং ৪,৬৩৯ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁচজন মারা গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলটি ছিল উত্তরের গাও অঞ্চল। সেখানে ৯,৯৩৬ জন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছয়জন মারা গেছে।
পুরো সাহেল জুড়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। বন্যায় প্রতিবেশী নাইজারে ২১৭ জন এবং চাদে কয়েক ডজন লোক মারা গেছে।
মালির মন্ত্রিসভা প্রয়োজনীয় খাবার মজুত করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার জন্য ৪ বিলিয়ন সিএফএ ফ্রাঙ্ক (৭ মিলিয়ন ডলার) বরাদ্দ করেছে।
সূত্রঃ বাসস
এ ইউ/
Discussion about this post