নিউজিল্যান্ড ডিজিটাল যাযাবরদের আকৃষ্ট করতে নোম্যাড ভিসার নিয়ম শিথিল করেছে। এখন বিদেশি কর্মীরা ৯০ দিন পর্যন্ত নিউজিল্যান্ডে ভ্রমণ করে রিমোট জব করতে পারবেন। ভিসার মেয়াদ ৯ মাস পর্যন্ত বাড়ানো যাবে। তবে অতিরিক্ত সময়ের জন্য কর দিতে হতে পারে। এটি পর্যটন খাত ও অর্থনীতিকে চাঙ্গা করার উদ্দেশ্যে করা হয়েছে।
নোম্যাড এমন এক ধরনের ভিসা, যার মাধ্যমে কোনো ব্যক্তি ভিসা প্রদানকারী দেশে বসে পৃথিবীর যে কোনো জায়গার কাজ করার আইনি অধিকার রাখে। যারা দূর থেকে কাজ করতে চান (রিমোট) তাদের জন্যই মূলত এ ধরনের ভিসা।
নিউজিল্যান্ডের পর্যটন খাত কোভিড-১৯ মহামারির পর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর বর্তমানে দেশটি অর্থনৈতিক মন্দায় রয়েছে। এ কারণে সরকার পর্যটন খাতকে চাঙ্গা করতে নতুন উদ্যোগ নিয়েছে।
উদ্যোগটি ডিজিটাল যাযাবরদের জন্য আকর্ষণীয়, বিশেষ করে বিভিন্ন দেশে ভ্রমণ করতে করতে অনলাইনে কাজ করেন। নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড জানিয়েছেন, এতে দেশটির অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি একটি সংবাদ সম্মেলনে বলেন, কতজন লোক সুযোগটি গ্রহণ করবে, সে সম্পর্কে তিনি নিশ্চিত ছিলেন না। তবে ডিজিটাল যাযাবর ভিসা বিদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। নিউজিল্যান্ড এমন লোকদের টার্গেট করছে, যারা এখানে কাজ করার এবং ভ্রমণের সুযোগ চান।
নিউজিল্যান্ডের অর্থনীতি ২০২৪ সালের তৃতীয় কোয়ার্টারে মন্দায় ডুবে যায়। সরকার প্রবৃদ্ধি বাড়ানোর উপায় খুঁজছে।
নিউজিল্যান্ড ডিজিটাল যাযাবরদের জন্য ভিসা সহজ করার ক্ষেত্রে অন্য দেশগুলোর মধ্যে সর্বশেষ। অনেক দেশ, যেমন- জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, স্পেন ও পর্তুগাল ইতোমধ্যে এ ধরনের ভিসা চালু করেছে। তবে কিছু অঞ্চলে এই কর্মসংস্কৃতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার অভিযোগও রয়েছে।
এ ইউ/
Discussion about this post