বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি ৭ দিনের আল্টিমেটাম দিয়ে জানান, দাবি পূরণ না হলে ‘বিপ্লবী সরকার’ গঠনের। তবে আপাতত তিনি এ সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান কাফি।
তিনি বলেন, আমার দেওয়া ৭ দিনের আল্টিমেটাম শেষ হলেও এখনো কোনো সুরাহা হয়নি। তবে তদন্ত দ্রুত সম্পন্ন করতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে এবং তারা ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তাই আমি আরও কিছুটা সময় নিতে চাই।
তিনি আরও বলেন, ২১শে ফেব্রুয়ারি আমাদের জন্য ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ দিন। তাই আপাতত আমি অপেক্ষা করব। তবে আগামী রোববার পটুয়াখালী ডিসি অফিসের সামনে সংবাদ সম্মেলন করে পরবর্তী আপডেট জানাব।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল, যা এখন অধিকতর তদন্তের জন্য সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কাফির গ্রামের বাড়ি পুড়ে যায়। ঘটনার পর তিনি সংবাদ সম্মেলনে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান এবং ৭ দিনের মধ্যে দাবি পূরণ না হলে বিপ্লবী সরকারের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন। তবে মামলাটি সিআইডিতে হস্তান্তরের পরিপ্রেক্ষিতে তিনি আপাতত অপেক্ষার সিদ্ধান্ত নিয়েছেন।
এস এইচ/
Discussion about this post