ঢাকা থেকে ছেড়ে যাওয়া দুবাইগামী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ভারতের মহারাষ্ট্র নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি জরুরি অবতরণ করেছে বলে জানা গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সূত্র জানিয়েছে, কোনো এক যাত্রী তার লাগেজে মোবাইলের পাওয়ার ব্যাংক রাখে। পরে পাইলট সিগনালে বার বার বার্তা যাওয়ায় বিমানটি জরুরি অবতরণ করে।
এদিকে, নাগপুর বিমানবন্দরের পরিচালক আবিদ রুহি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি অবতরণে বাধ্য হয়েছে। অবতরণের পর বিমানের সকল যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
জানা গেছে, বাংলাদেশ বিমানের দুবাইগামী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার রাত ৮টা ৫৩ মিনিটে ছেড়ে যায়। উড্ডয়নের ২০ মিনিট মধ্যেই ফ্লাইটটি জরুরি অবতরণ করে ভারতের নাগপুরে।
অবশ্য বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইট নাগপুরের উদ্দেশে এরইমধ্যে রওনা হয়েছে। সেই ফ্লাইটটি যাত্রীদের দুবাই নিয়ে যাবে। এদিকে, ৭৭৭ ফ্লাইটটি ঢাকায় নিয়ে আসার পর আরও তল্লাশি করা হবে।
এস এইচ/
Discussion about this post