গাজা যুদ্ধে দু’হাত হারানো একটি কিশোরের ছবি ২০২৫ সালের জন্য ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার মনোনীত হয়েছে। ছবিটি গাজার নয় বছর বয়সী মাহমুদ আজুরের। ছবিটি তুলেছেন একজন ফিলিস্তিনি আলোকচিত্রী সামার আবু এলৌফ। নিউ ইয়র্ক টাইমসে ছাপানোর জন্য ছবিটি তোলেন এলৌফ।
ছবিটি গাজার নয় বছরের কিশোর মাহমুদ আজুরের। যে ২০২৪ সালের মার্চ মাসে গাজায় ইসরাইলের বিমান হামলায় দুটি হাতই হারায়। এরপর আজুর গাজা থেকে কাতারে চলে যায়।
ইসরাইলের হামলায় আজুরের একটি হাত উড়ে যায়। অন্য হাতটির অবস্থা এতটা খারাপ ছিল যে, সেটা কেটে বাদ দিতে হয়। আলোকচিত্রী এলৌফ বলেন, দুটো হাত ছাড়া মাহমুদ প্রথম তার মাকে বলে, আমি এখন কিভাবে তোমাকে জড়িয়ে ধরব?
গাজা যুদ্ধে আহত বেশ কয়েকজনের জীবন নিয়ে প্রামান্যচিত্র তৈরি করেছেন এলৌফ।
এদিকে, মাহমুদের ছবিটি নিয়ে ওয়ার্ল্ড প্রেস ফটোর নির্বাহী পরিচালক জুমানা এল জেইন খুরি বলেন, ‘ছবিটি নিরবতার মধ্যে যেন চিৎকার করে কিছু বলছে।’
তিনি আরও বলেন, ‘এটি একটি ছেলের গল্প। কিন্তু একই সাথে একটি অনেক শিশুর বেদনা তুলে ধরে এবং একটি যুদ্ধের গল্পও বলে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রভাব ফেলবে।’
বিচারকরা মাহমুদের ছবিটিকে অত্যন্ত শক্তিশালী হিসেবে উল্লেখ করেছেন। তারা ছবিটির লাইটিং, কম্পোজিশন, আবেগের গভীরতার প্রশংসা করেছেন। মাহমুদ এখন তার পা ব্যবহার করে লেখা, খেলা এবং অন্যান্য কাজ শিখছে।আয়োজকরা জানান, মাহমুদের স্বপ্ন খুব সাধারণ। সে চায় একটি কৃত্রিম পা যাতে অন্যান্য বাচ্চার মতো সে বেড়ে উঠতে পারে।
অন্য দুটো ছবি রানার্সআপ হিসেবে নির্বাচিত হয়। একটি ছবিতে আমাজনের খরাকে উপজীব্য করা হয়েছে। অন্যটিতে সীমান্তে জীবনের একটি শক্তিশালী, অন্তরঙ্গ দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। এই প্রতিযোগীতায় বিশ্বের ৩,৭৭৮ জন আলোকচিত্রীর ৫৯,৩২০টি ছবি টপকে সেরা বিবেচিত হয় এই বছরের বিজয়ীরা।
সূত্র: বিবিসি
এম এইচ/
Discussion about this post