ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় দুই ডজনের বেশি পর্যটক নিহতের ঘটনায় নয়া দিল্লি ও ইসলামাবাদের মুখোমুখি অবস্থানের মধ্যে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
বৈশ্বিক এ সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি ‘খুবই নিবিড়ভাবে ও গভীর উদ্বেগের সঙ্গে’ পর্যবেক্ষণ করছেন, তার মুখপাত্র স্টিফেন দুজারিক এমনটাই বলেছেন বলে জানিয়েছে আল-জাজিরা।
“এখনকার পরিস্থিতির যেন আর অবনমন না হয় তা নিশ্চিতে উভয় দেশের সরকারকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে জাতিসংঘ।
“পারস্পরিক ও অর্থবহ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে পাকিস্তান ও ভারতের মধ্যে থাকা যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব এবং সেটাই হওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি,” বলেছেন জাতিসংঘ মহাসচিবের এ মুখপাত্র।
এমন এক সময়ে জাতিসংঘ মহাসচিবের দিক থেকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের এ আহ্বান এলো, যখন কাশ্মীরে জঙ্গি হামলাকে ঘিরে নয়া দিল্লি ও ইসলামাবাদ একে অপরের প্রতি প্রবল যুদ্ধংদেহী মনোভাব দেখাচ্ছে।
পেহেলগামে হামলার সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ তুলে ভারত এরই মধ্যে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত আন্তর্জাতিক একটি পানিবন্টর চুক্তি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।
এর পাল্টায় পাকিস্তানও ভারতের সঙ্গে বাণিজ্য ও দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে এবং ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
আটারি-ওয়াঘা সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া ছাড়াও উভয় দেশ একে অপরের নাগরিকদের ভিসা বাতিল এবং দূতাবাসের সামরিক কর্মকর্তাদের দেশ ছাড়ারও নির্দেশ দিয়েছে।
আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কাশ্মীরে জঙ্গি হামলার সঙ্গে ইসলামাবাদের যোগসাজশের কথা উড়িয়ে উল্টো ভারতের বিরুদ্ধে পেহেলগামে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ বা ‘সাজানো’ হামলার অভিযোগ এনেছেন। যদিও এর সপক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।
সিন্ধু পানিবন্টন চুক্তি স্থগিতে ভারতের সিদ্ধান্ত নিয়েও পাকিস্তান কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে।
বৃহস্পতিবার শাহবাজ শরিফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পর তারা বলেছে, পানিবন্টন চুক্তিতে তাদের প্রাপ্য পানির প্রবাহ থামানো বা অন্যদিকে সরিয়ে নেওয়ার যে কোনো চেষ্টাকে তারা ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবেই দেখবে এবং সেক্ষেত্রে তারা পূর্ণাঙ্গ শক্তি দিয়ে তা মোকাবেলায় নামবে।
এস এইচ/
Discussion about this post