আমদানি পর্যায়ে ভোজ্য তেলের শুল্ক ৫ শতাংশ এবং উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত মূল্য সংযোজন কর অব্যাহতির প্রস্তাব করেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয় বলছে, সবশেষ গত ১৮ এপ্রিল সয়াবিন তেল ও পাম ওয়েলের মূল্য সমন্বয় হয়েছিল। বিশ্ববাজারে গত কয়েকমাস ধরে ধারাবাহিকভাবে সয়াবিন তেল ও পাম তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে অপরিশোধিত সয়াবিন তেলের দাম ১৪ দশমিক ৮শতাংশ এবং আরবিডি পাম ওয়েলের দাম ১৮ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি পায়।
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকে স্থানীয় পর্যায়ে ভোজ্য তেলের দাম না বাড়িয়ে আমদানি পর্যায়ে বিদ্যমান শুল্ক ৫ শতাংশ এবং স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে সকল শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এসোসিয়েশন জানায়, এ ধরনের শুল্ক অব্যাহতির ফলে ভোজ্য তেলের দাম বৃদ্ধি না করেও বর্তমান দাম বহাল থাকবে।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে মূল্য সমন্বয়ের আবেদন করেছিল ব্যবসায়ীরা।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে মন্ত্রণালয় থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুল্ক অব্যাহতির বিষয়ে এনবিআর সিদ্ধান্ত নেবে।
এ ইউ/
Discussion about this post